A fusion of poetry and life

সিনেমা: সব চরিত্র কাল্পনিক পরিচালক: ঋতুপর্ণ ঘোষ 




সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম

কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম

পেরিয়ে পেরিয়ে উঁচু-নিচু ঢালু মাঠ

শিশির ভেজানো কাঁটাতার গাছপালা

আলপথে নেমে আমরা যাচ্ছিলাম

ধানক্ষেত ভেঙে আমরা যাচ্ছিলাম 


সিনেমার শুরু এক কবির অকাল প্রয়াণ উপলক্ষে একটি মেমোরিয়াল অনুষ্ঠান দিয়ে। যেখানে তার ভক্তরা তাকে স্মরণ করছে তার কবিতায়। উপস্থিত কবিপত্নীও। 





কবি রোমান্টিক, সঙ্গী ভীষণ সংসারী। অথচ কবিতার রাজ্যে সংসারের স্থান দ্বিতীয়। বাঙালি কবির বিয়ে হয় ইংলিশ মিডিয়ামে পড়া মেয়েটির সঙ্গে। তারপর শহরমুখী হওয়া, ঘর-সংসার শুরু করা। সময়, পরিবর্তনের মুখে সম্পর্ক ম্যাচিউরড হওয়া। 






যেরকম মিউজিকাল জনরার মুভি হয়, তেমনি এটাকে পোয়েটিক জনরার মুভি বলা যায়। অভাব মিইয়ে দিয়েছে প্রেম, সময় কেড়ে নিয়েছে টেন্ডারনেস। একটা মুভ অন স্টেজের মুখে সম্পর্কটা। এমন সময় অকাল প্রয়াণ হয় কবির। এবং মানুষকে যেমন জীবন থেকে ভুলে যাওয়া কঠিন, তেমনি কবিতা থেকে মুভ অন করাও সহজ নয়। সংসারের কাছে যেমন সংসারটা আর্জেন্ট, কবির একই আরজেন্সি কবিতার মধ্যে। এত বছর ঘর করার পর রাধার মনে হয়, ভালোবাসা তাদেরও ছিল, আর সেটা খুব একটা বিপরীতমুখীও নয়, হয়তো দুজনের ভালবাসার মিডিয়াম ছিল ভিন্ন। ইন্দ্রনীলকে রাধা তার সৃষ্টির মধ্যে দিয়ে খুঁজতে থাকে। 


ঋতুপর্ণ ঘোষ যেভাবে নায়িকাদের উপস্থাপন করেন, অন্য কোন পরিচালক এত সুন্দর করে দেখাতে পারে না। মনে আছে, "চোখের বালি"তে ঐশ্বরিয়া রাইকে যেমন দেখেছি, তাকে বলিউডের কোন মুভিতে দেখে এতটা বিমোহিত হইনি। বাড়তি মেকাপ নেই এবং এই মেকআপ ছাড়া চেহারাটা যেন চুরি করে গোপন জিনিসের দেখার মতোই আকর্ষণীয়। বিপাশা বসুকে শাড়িতে, প্রত্যেকটা দৃশ্যে চমৎকার লেগেছে। এবং সাবলীল অভিনয় প্রত্যেকটি চরিত্রেরই। প্রসেনজিৎ, যীশু- as classy as always 



ঋতুপর্ণ ঘোষের মুভিতে কমন দৃশ্যগুলো এমন- একটা গোল টেবিলে বসে চরিত্ররা ডিনার করছে, রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে মশারি দিয়ে। একদম বাঙালি কালচারাল এলিমেন্ট, একটা দৃশ্য থাকবে নায়িকা অলংকার পরে, তার চুরির আওয়াজ হচ্ছে ঝুনঝুন করে- স্যুদিং অন এনাদার লেভেল। 













কবিতার মত মুভি এবং দারুন স্যুদিং দৃশ্যগুলো। বাঙালি ইন্টেরিয়র, সুতি শাড়িতে রমণীর সৌন্দর্য এবং দেশভাগের কবিতার বিষাদ—সবকিছু নিয়ে দেড় ঘন্টার একটা ক্লাসিক্যাল আর্ট।



Comments

Popular Posts