Book Review : চাঁদের পাহাড়
Book Author : Bibhutibhushan Bandyopadhyay
দালান কোঠার ভিড়ে চাঁদের-আলো-ঘরে-না-পৌঁছানো-শহরে বসে পড়া শেষ করলাম চাঁদের পাহাড় । চোখ বুজলে চলে যাওয়া যায় আফ্রিকার রিখটারসভেল্ড পর্বতমালায়। বিশালত্ব আর বিচিত্রতা নিয়ে দাঁড়িয়ে আছে এই পর্বতমালা— সেখানে কেইবা রাখে দিন-মাস-বছরের হিসাব। রোমাঞ্চ পথে পথে!
দালান কোঠার ভিড়ে চাঁদের-আলো-ঘরে-না-পৌঁছানো-শহরে বসে পড়া শেষ করলাম চাঁদের পাহাড় । চোখ বুজলে চলে যাওয়া যায় আফ্রিকার রিখটারসভেল্ড পর্বতমালায়। বিশালত্ব আর বিচিত্রতা নিয়ে দাঁড়িয়ে আছে এই পর্বতমালা— সেখানে কেইবা রাখে দিন-মাস-বছরের হিসাব। রোমাঞ্চ পথে পথে!
মনে হলো ছোট বয়সে পড়তে পারলে আরও বেশি ভালো লাগতো বইটা।
Comments
Post a Comment