বোবা কাহিনী: বুক রিভিউ
বই : বোবা কাহিনী বই লেখক : জসীম উদদীন পল্লীকবি জসীম উদদীনের বিভিন্ন লেখা পড়া হয়েছে তার কাব্যগাথা সোজন বাদিয়ার ঘাট , নকশি কাঁথার মাঠ , আবার তার বাঙালির হাসির গল্প, বিদেশ নিয়ে লেখা স্মৃতিকথা থেকে। কিন্তু পল্লী জীবন নিয়ে পুরোদস্তুর উপন্যাস যে তিনি লিখেছেন, জানা ছিল না। গুডরিডস ফ্রেন্ড আবিদের রিভিউ দেখে জানতে পারলাম। খেজুরপাটি বিছিয়ে যেমনি বসতে দেয় গ্রামে, তেমনি নকশা করা একটা পাটির ছবি বইয়ের প্রচ্ছদে। দু’শ পাতার খানিকটা কম এই বই। ক্লাসিক্যাল বাংলা উপন্যাস পড়া হয়েছে বিভূতিভূষণের, তারাশঙ্করের, মানিকের। বাংলার দৈন্য গ্রাম সমাজের সাথে পরিচয় হয়েছে সেখান থেকেই। তবে সেকালের মুসলমান গ্রাম সমাজ নিয়ে বেশি একটা পড়া হয়নি, ওই পরীক্ষা পাশ দিতে হাজার বছর ধরে ছাড়া। বাঙালি মুসলমানদের এবং ঠিক আমার দাদাবাড়ি এলাকার ও পাবনা-সিরাজগঞ্জের লোকজনের মুখের ভাষার উক্তি দিয়ে একটা দারুণ বই পড়তে পারবো, ভাবি নি। পড়তে পড়তে মনে হচ্ছিল কাটাচামচ, ছুরি ফেলে দিয়ে হাত মাখিয়ে পেট ভরে ডাল ভাত খাচ্ছি। এমনই সরল ও অন্তরগামী এই জনপদের কথা—তাদের মুখের ভাষা এমনই মায়া কাড়ে। সারিন্দার মতো বেজে চলে তার সুর শহুরে...